Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট

   

                        রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজাতীয় জনগণের মধ্যে স্মরণাতীত কাল হতে প্রচলিত যে সকল ঐতিহ্যবাহী উপজাতীয় সংস্কৃতি রয়েছে তার সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ সাধনের লক্ষ্যে এবং এ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে দেশের মূল সংস্কৃতির স্রোতধারার সাথে সম্মিলন ঘটিয়ে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধি করার লক্ষ্যে ১৯৭৮ খ্রিস্টাব্দে সালে রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ ইনস্টিটিউট এতদঞ্চলের সংস্কৃতির উন্নয়ন, বিকাশ সাধন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট  একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৯৩ খ্রিস্টাব্দের ১ মে এ প্রতিষ্ঠানটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়।

 

ইনস্টিটিউটের কার্যক্রম সংক্ষেপে নিম্নরূপঃ

 

  • বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের ভাষা, সাহিত্য, রীতি-নীতি, বিশ্বাস, আচার অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা পরিচালনা;
  • বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় এলাকায় কর্মরত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কাজের  সুবিধার্থে সংক্ষিপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সের ব্যবস্থাকরণ;
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা ও লোক সাহিত্যের উপর লিখিত বিভিন্ন পান্ডুলিপি সংগ্রহকরণ;
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাহিত্য ও জীনধারা ইত্যাদি বিষয়ের উপর পুস্তক ও সাময়িকী প্রকাশনা;
  • সাহিত্য, সংগীত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা ইত্যাদি বিষয়ের উপর সেমিনার, প্রদর্শনীর আয়োজন করা;
  • বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন উপলক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, নাটক মঞ্চায়ন এবং ভিআইপিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা;
  • বিভিন্ন আন্তঃ জেলা ও আন্তঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা;
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগীতের রেকর্ডকরণ, সংরক্ষণ ও প্রচার করা;

- ঐতিহ্যবাহী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চারু ও কারুশিল্প, পোশাক, পরিচ্ছদ, অলংকার, সংগীত, যন্ত্র, মুদ্রা, অস্ত্রশস্ত্র ইত্যাদির সংরক্ষণ ও ইনস্টিটিউটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যাদুঘরে দর্শকদের প্রদর্শনের জন্য ব্যবস্থাকরণ।