রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
শহরের যে কোন জায়গা হতে অটোরিক্মা বা প্রাইভেট গাড়ি বা নৌপথে রাঙ্গামাটি ডিসি বাংলোতে যাওয়া যাবে।
0
নয়নাভিরাম এই বাংলো হতে কাপ্তাই হ্রদের মৌলিকত্ব ও বিস্তৃত জলরাশির ওপর সূর্যোদয় আর গোধূলিলগ্নে সূর্যাস্তের অভাবনীয় সুন্দর দৃশ্য স্বচক্ষে অবলোকন করা যায়। এখানে রয়েছে একটি ছোট্ট পার্ক। তাছাড়া ডিসি বাংলোর ভেতরে রয়েছে ছোট্ট একটি জাদুঘর- যেখানে এ জেলার নানা ঐতিহ্যের নির্দশন সংরক্ষিত রয়েছে; রয়েছে প্রথম জেলা প্রশাসকের ভাস্কর্যসহ সকল জেলা প্রশাসকের ছবি। বাংলোর অন্যতম আকর্ষণ হচ্ছে 'কোচপানা' যার অর্থ ভালোবাসা। নিসর্গপ্রেমীরা এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত অবলোকন করতে পারে। ডিসি বাংলোতে অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস