এ শাখাটি জেলা প্রশাসনের আই.সি.টি. সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পাদন করে থাকে।
১) অনলাইন স্থায়ী বাসিন্দা সনদ প্রদান কার্যক্রম;
২) অনলাইন উত্তরাধিকার সনদ প্রদান বাস্তবায়ন;
* মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আইসিটি কার্যক্রম সংক্রান্ত; * এটুআই প্রকল্পের আওতাধীন আইসিটি কর্মসূচি সংক্রান্ত; * ডিজিটাল সেন্টার কার্যক্রম সংক্রান্ত; * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত; * ই-নথি (নথি) বাস্তবায়ন বিষয়ক; * জেলা তথ্য বাতায়ন (ওয়েব পোর্টাল) কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত; * রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) বাস্তবায়ন সংক্রান্ত; * জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সরকারি ই-মেইল সংক্রান্ত; * ভিডিও কনফারেন্স সিস্টেম সংক্রান্ত; * ডিজিটাল বাংলাদেশ পুরস্কার সংক্রান্ত; * ডিজিটাল বাংলাদেশ দিবস সংক্রান্ত; * বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক সংক্রান্ত; * সম্মেলন কক্ষের এলইডি প্যানেল ব্যবহারে সহযোগিতাকরণ; * জেলাপ্রশাসনের অভ্যন্তরীণ কানেকটিভিটি রক্ষণাবেক্ষণ এবং কম্পিউটার যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে সার্বক্ষণিক সহযোগিতাকরণ; * এসআইএফ প্রকল্প (স্থায়ী বাসিন্দা সনদপত্র) প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত; * এসআইএফ প্রকল্প (বিদেশী ভ্রমণকারীদের সনদপত্র) প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত; * জেলা ইনোভেশন টিম সংক্রান্ত; * স্থানীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা কমিটি (অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয় সভাপতি * জেলা ও উপজেলা উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন সংক্রান্ত; * ডিজিটাল উদ্ভাবনী মেলা সংক্রান্ত; * বিভাগীয় ইনোভেশন শোকেসিং সংক্রান্ত; * এলইডি ডিসপ্লে বোর্ড পরিচালনা সংক্রান্ত; * ৩৩৩ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত; * ডিজিটাল হাব পরিচালনা সংক্রান্ত; * বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প * একসেবা সিস্টেম বাস্তবায়ন সংক্রান্ত; * সোশ্যাল মিডিয়া সংক্রান্ত; * জেলাপ্রশাসনের Facebook Page পরিচালনা সংক্রান্ত; * ফ্রন্টডেস্ক / জেলা ই-সেবা কেন্দ্র কার্যক্রম সংক্রান্ত; * উত্তরাধিকার সনদ প্রদান সিস্টেমে কারিগরি সহযোগিতা প্রদান সংক্রান্ত; * ফাইল সার্ভার ব্যবহার সংক্রান্ত; * জেলা প্রশাসনের নিজস্ব জুম সিস্টেম পরিচালনা সংক্রান্ত; * বিভিন্ন জাতীয় কর্মসূচিতে সহযোগিতাকরণ; |
সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
ফোন: ০৩৫১-৬২৩১৭; E-mail: acictrangamati@yahoo.com
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস