প্রদেয় সেবার বিবরণ |
সেবার নির্ধারিত মূল্য/বিনামূল্য |
সেবা প্রদানের শর্ত |
প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা |
মন্তব্য |
খতিয়ানের জাবেদা নকল প্রদান। |
সাধারণ ১০/- এবং জরুরী ২০/- |
প্রতি ১০০ শব্দের জন্য ০.৫০ টাকা হারে কোর্ট ফি পরিশোধ করতে হবে। |
সাধারণ ১৫ দিন, জরুরী ০৩ দিন |
আবেদনের পরিমাণ বিবেচনায় |
মৌজা ম্যাপ, মামলাসমূহের জাবেদা নকল, অন্যান্য, ডকুমেনেরটর জাবেদা নকল সরবরাহ। |
সরকারী কর্তৃক নির্ধারিত ফি |
0
রেকর্ডরুমে নিম্নবর্ণিত কাজকর্ম সম্পাদিত হয় :
০১। পাবলিক রেকর্ড সংরক্ষণ।
০২। রেকর্ডপত্রের সার্টিফাইড কপি বা জাবেদা নকল প্রস্তুত ও সরবরাহ।
০৩। মৌজা ম্যাপ ও অন্যান্য নকশা সংরক্ষণ ও বিক্রয়।
০৪। রেকর্ডের শ্রেণিবিন্যাস, বাছাই ও ধ্বংসকরণ।
০৫। বিভিন্ন দেওয়ানি, ফৌজদারি ও রাজস্ব আদালতের চাহিদা মোতাবেক মূল রেকর্ড বা তথ্য সরবরাহ।
০৬। কারেকশন নোটিং।
০৭। বিবিধ।
রেকর্ডরুম ডেপুটি কালেক্টর জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা। ফোন: ০৩৫১-৬২০১৬ E-mail: dcrangamati@mopa.gov.bd
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস