প্রদেয় সেবার বিবরণ |
সেবার নির্ধারিত মূল্য/বিনামূল্য |
সেবা প্রদানের শর্ত |
প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা |
মন্তব্য |
হোটেল, রেস্টুরেন্ট, বোর্ডিং এর লাইসেন্স প্রদান ও নবায়ন। |
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও প্রাসঙ্গিক বিধিমালা অনুসারে নির্ধারিত ফি |
প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে। |
তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে অনতিবিলম্বে লাইসেন্স প্রদান করা হয়। |
বিধি/বিধান যথাযথভাবে প্রতিপালিত হলে। |
সারের ডিলার নিয়োগ। |
১৫-৩০ দিন তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে |
|||
ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত। |
১৫-৩০ দিন |
|||
পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য বিক্রয়ের অনুমতি সংক্রান্ত। |
১৫-৩০ দিন |
|||
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য বাজার পরিবীক্ষণ ও সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন। |
১৫-৩০ দিন |
0
ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সরকারি নীতিমালা বাস্তবায়নে জেলা প্রশাসনের ওপর ন্যস্ত দায়িত্ব সংক্রান্ত কাজগুলো এ শাখা থেকে সম্পন্ন হয়ে থাকে। শাখার কাজের বিবরণ নিম্নে দেয়া হলো:
(১) অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮১ সম্পর্কিত কাজ।
(২) অত্যাবশ্যকীয় পণ্যের ডিলিং লাইসেন্স প্রদান।
(৩) টিসিবি আমদানিকৃত পণ্যের ডিলার, সাব-ডিলার নিয়োগ এবং উপ-বরাদ্দ প্রদান।
(৪) ইট ভাটা সংক্রান্ত কাজ।
(৫) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও কৃষিপণ্যের বাজারদর সংক্রান্ত কাজ।
(৬) নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখা সংক্রান্ত কাজ।
(৭) খোলা বাজারে বিক্রয় সংক্রান্ত কাজ।
(৮) পুরানো কাপড় ও সুতার লাইসেন্স প্রদান।
(৯) আমদানি ও রপ্তানি সংক্রান্ত কাজ।
(১০) শিল্প/কুটির শিল্প/ কারখানা সম্পর্কিত কাজ।
(১১) জ্বালানি তৈল/বিস্ফোরক বিক্রয়ের সনদপ্রাপ্তির জন্য অনাপত্তি সার্টিফিকেট (এনওসি) প্রদান।
(১২) মেট্রিক পদ্ধতি প্রচলন।
(১৩) বিবিধ।
সহকারী কমিশনার ব্যবসা-বাণিজ্য শাখা জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা। ফোন: ০৩৫১-৬২০১৬ E-mail : dcrangamati@mopa.gov.bd
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস