রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় এ শাখাটি অবস্থিত।
প্রদেয় সেবার বিবরণ :
জোত পারমিট ও আসবাবপত্র স্থানান্তর সংক্রান্ত।
সেবার নির্ধারিত মূল্য/বিনামূল্য :
সরকার কর্তৃক নির্ধারিত মূল্য
সেবা গ্রহণকারীর শর্ত:
নির্ধারিত ‘ক’ ফরম পূরণ করে মৌজা হেডম্যানের প্রত্যয়ন ও ছবিসহ আবেদন করতে হবে। বদলীজনিত কারণে কর্তৃপক্ষের সুপারিশক্রমে আসবাবপত্র স্থানামত্মরের জন্য আবেদন করতে হবে।
প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা:
০১ - ১৫ দিন
মন্তব্য :
স্থানীয় তদন্ত প্রতিবেদন প্রাপ্ত সাপেক্ষে।
0
জোত পারমিট ও আসবাবপত্র স্থানান্তর সংক্রান্ত।
সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা। ফোন: ০৩৫১-৬২৩০৪; ই-মেইল: dcrangamati@mopa.gov.bd
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস