Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভর্তি বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ সম্মতি ও নীতিগত অনুমোদনের প্রেক্ষিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর নামে “ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট” বিষয়ে আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকার শাহবাগ সংলগ্ন হোটেল ইন্টারকন্টিনেন্টালের এনেক্স ভবনে স্থাপিত উক্ত ইন্সটিটিউট এর নাম “BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN INTERNATIONAL INSTITUTE OF TOURISM & HOSPITALITY (BSMRIITH)”। বর্ণিত ইনস্টিটিউটে ১. Food & Beverage, ২. Front office Management, ৩. Housekeeping, ৪. Travel, Tourism & Ticketing এই ৪টি বিষয়ে ৩৬০ ঘন্টার (৬ মাসব্যাপী) সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। উক্ত কোর্সসমূহে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে যা ২৪ মার্চ ২০২২ পর্যন্ত চলবে এবং ০৩ এপ্রিল ২০২২ তারিখ থেকে কোর্সসমূহে ক্লাস শুরু করা হবে। BSMRIITH এর কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের জন্য Hotel Pan Pacific Sonargaon Dhaka, Hotel InterContinental Dhaka এবং ‍SABRE Travel Network (BD) Limited এ ইন্টার্নশীপের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক মান সম্পন্ন এই ইন্সটিটিউটটির ৩৬০ ঘণ্টার প্রতিটি সার্টিফিকেট কোর্স এর জন্য কোর্স ফি ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) এবং প্রশিক্ষণার্থীদের কোর্সে ভর্তির বয়স শিথিলসহ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান নির্ধারণ করা হয়েছে।  

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
10/03/2022
আর্কাইভ তারিখ
31/03/2022