কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজাতীয় জনগণের মধ্যে স্মরণাতীত কাল হতে প্রচলিত যে সকল ঐতিহ্যবাহী উপজাতীয় সংস্কৃতি রয়েছে তার সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ সাধনের লক্ষ্যে এবং এ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে দেশের মূল সংস্কৃতির স্রোতধারার সাথে সম্মিলন ঘটিয়ে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধি করার লক্ষ্যে ১৯৭৮ খ্রিস্টাব্দে সালে রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ ইনস্টিটিউট এতদঞ্চলের সংস্কৃতির উন্নয়ন, বিকাশ সাধন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৯৩ খ্রিস্টাব্দের ১ মে এ প্রতিষ্ঠানটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়।
ইনস্টিটিউটের কার্যক্রম সংক্ষেপে নিম্নরূপঃ
- ঐতিহ্যবাহী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চারু ও কারুশিল্প, পোশাক, পরিচ্ছদ, অলংকার, সংগীত, যন্ত্র, মুদ্রা, অস্ত্রশস্ত্র ইত্যাদির সংরক্ষণ ও ইনস্টিটিউটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যাদুঘরে দর্শকদের প্রদর্শনের জন্য ব্যবস্থাকরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস