বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা :
রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এবং ঐকান্তিক প্রচেষ্টায় তবলছড়িস্থ অফিসার্স কলোনী এলাকায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুল (ইংরেজি মাধ্যম) প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটি তাঁর শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পালন করে আসছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষার মান্নোয়নের জন্য রাঙ্গামাটি পার্বত্য কলেজ স্থাপন:
রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টা, উদ্যোগ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ২০১৪ সালে্ একটি কলেজ স্থাপন করা হয়। যার নাম রাঙ্গামাটি পাবলিক কলেজ। প্রথম বছর ভর্তি কার্যক্রমে (২০১৪) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ২৯১ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য WiFi Zone স্থাপন:
জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী সমবায় সমিতি লিঃ
জনাব মোহাম্মদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর পৃষ্টপোষকতায় ১৯৮৮ খ্রিস্টাব্দে এ সমিতি গঠন করা হয়। তিনি ১৯৯৩ খ্রিস্টাব্দে এ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানের পর এ সমিতির কার্যক্রমে পুনরায় গতি সঞ্চারিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মচারীরাই এ সমিতির সদস্য। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ৩৫৬ জন। সমিতির স্থাপনাসহ অর্থ সম্পদের পরিমাণ ৮ লক্ষ টাকা। বর্তমানে সদস্যদের মধ্যে সল্পসুদে ঋণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে কর্মচারীগণ উপকৃত হচ্ছেন।
অব্যবহৃত ৩৫০ একর জমির বন্দোবস্ত বাতিলঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকের ৩৩ নং সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০০৯ খ্রিস্টাব্দে এ জেলার ৮ (আট)টি বন্দোবস্ত মামলা মূলে প্রদত্ত লীজ বাতিলপূর্বক ৩৫০ (তিন শত পঞ্চাশ) একর জমি সরকারি খাস খতিয়ানভূক্ত করা হয়েছে। এতে সরকারি স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হয়েছে।
পাবলাখালী এলাকার ১০০ একর বনভূমি অবৈধ দখলমুক্ত করণ।
১৪/০৩/২০১০ তারিখে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধামত্ম মোতাবেক ২৮/০৩/২০১০ তারিখে উপজেলা নির্বাহী অফিসার, লংগদু ও বাঘাইছড়ি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোতাহার হোসেন এর নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান, বাঘাইছড়ি ও উভয় উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডারগণের উপস্থিতিতে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী এবং লংগদু উপজেলার সীমামত্মবর্তী কালাপাকুজ্যা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বনবিভাগের পরিত্যক্ত প্রায় ১০০ (একশত) একর জমিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির নামীয় একটি ভুয়া সংগঠন কর্তৃক অবৈধভাবে প্রায় ৩০০ ঘরবাড়ী উচ্ছেদ করে উদ্ধারকৃত জমি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের খবর পেয়ে অবৈধ দখলকারীরা উক্ত এলাকা থেকে দেড় শতাধিক ঘরবাড়ী ২৮/০৩/২০১০ তারিখের পূর্বে ভেঙ্গে নিয়ে যায়।
‘রাঙ্গামাটিঃ বৈচিত্র্যের ঐক্যতান’ নামক গ্রন্থ প্রকাশনা
এ গ্রন্থটি ড. জাফর আহমেদ খান, জেলা প্রশাসক এর সম্পাদনায় ১৪ এপ্রিল ২০০৪ প্রকাশিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসন গ্রন্থটি প্রকাশ করে। এ গ্রন্থে রয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার ইতিহাস, ভূ-প্রকৃতি ও পরিবেশ, নৃ-বৈচিত্র্য, প্রশাসনিক বিবর্তন, ভূমি ব্যবস্থাপনা, রাজপ্রথা, আইন ও বিচার, কৃষ্টি, সংস্কৃতি ও সামাজিক উৎসব, মুক্তিযুদ্ধ, কৃষি, বনজ সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ, শিল্প ও বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও অন্যান্য বৈচিত্রময় তথ্যাদি। এছাড়া রাঙ্গামাটি জেলা ও বিভিন্ন উপজেলার মৌলিক তথ্যাবলী এবং খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার পরিচিতিমূলক তথ্যসহ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এবং একুশ শতকে রাঙ্গামাটির বাস্তবতাও এ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি পাঠ করে পাঠকরা রাঙ্গামাটি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবেন। এটি জেলা প্রশাসনের একটি উল্লেখযোগ্য অর্জন বলে বিবেচিত হচ্ছে।
ওয়েব-সাইট প্রকাশ
রূপকল্প- ২০২১ এর আওতায় ডিজিটাল বাংলাদেশ গঠনের অঙ্গীকারে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্দ্যেগে গত ২২ জুলাই ২০০৯ খ্রিস্টাব্দ তারিখে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ মহোদয় কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলার ওয়েব-সাইট উদ্বোধন করেন। ওয়েব সাইট এর ঠিকানা হলো www.rangamati.gov.bd। এর ফলে অবাধ তথ্যপ্রবাহের দ্বার উন্মুক্ত হয়েছে। জনগণ রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবেন।
ফ্রন্ট ডেস্ক স্থাপন
সরকার কর্তৃক সূচিত জনহিতৈষী ও সেবামূলক প্রশাসনের বিভিন্ন ইতিবাচক ও যুগোপযোগী পদক্ষেপ সম্পর্কে সঠিকভাবে অবহিতকরণ ও জনগণের দুর্ভোগ লাঘব করে জেলা প্রশাসনকে গতিশীল করার প্রয়াসে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের নীচ তলায় ফ্রন্টডেস্ক স্থাপন করা হয়েছে। সেবা প্রার্থী জনসাধারণকে তথ্য সেবা প্রদানের লক্ষে ফ্রন্ট ডেস্কে একটি টেলিফোনসহ দুইটিকম্পিউটার স্থাপন করা হয়েছে। ফ্রন্টডেস্কে জেলাধীন বিভিন্ন অফিসের ঠিকানা, ফোন নম্বর, কর্মকর্তা/ কর্মচারীদের হালনাগাদ তথ্য, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন অফিস কক্ষ ও শাখাসমূহের অবস্থান সম্পর্কিত কক্ষ নম্বর নির্দেশিকা, বিভিন্ন শাখার কার্যক্রম বা জনসেবামূলক সিটিজেন চার্টার সংরক্ষণ করা হয়েছে। জনগণকে সহজে তথ্য সেবা প্রদানের লক্ষে্য একজন অফিস সহকারী জনগণকে বিভিন্ন তথ্য প্রদান করছেন এবং বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের জন্য সহায়তা করছেন। ফলে সারা জেলায় জেলা প্রশাসনের ভাবমূর্তিপ্রোজ্জ্বল হয়েছে।
ফ্রন্ট ডেস্ক এর মাধ্যমে জনগণকে তথ্য ও যোগাযোগ সেবা প্রদান ছাড়াও তাদের আবেদন নিবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সেবার মনোভাব গড়ে উঠছে এবং জনগণও একে সাদরে গ্রহণ করেছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস