Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চেয়ারম্যানের বার্তা

 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে সবাইকে স্বাগতম

 

সৃষ্টিলগ্ন থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই অঞ্চলের উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পরিষদের দায়িত্ব ও কর্মপরিধি পর্যায়ক্রমে বিস্তৃতি লাভ করেছে। সরকারের ২১টি বিষয়/বিভাগ পরিষদের অধীনে হস্তান্তরিত হয়েছে, যেগুলি পরিষদের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা হিসাবে কাজ করে যাচ্ছে।

 

একটি সমৃদ্ধ এবং তথ্যবহুল ওয়েবসাইটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা দীর্ঘদিন থেকে দেশে বিদেশে অনুভূত হয়ে আসছে। আমরা আশা করি, এ জেলা, জেলার জনগণ, অফুরন্ত সম্পদ এবং সুযোগ, এখানকার বসবাসকারী মানুষের মূল্যবান তথ্য সম্পর্কে জানার একটি সম্ভাবনাময় জানালা হিসাবে কাজ করবে এ ওয়েবসাইটটি।

 

এই ওয়েবসাইটের পরিকল্পনা করা হয়েছে সরকারি-বেসরকারি সংস্থা এবং জনগণের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সেবা এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে। পরিষদ সম্পর্কিত তথ্য ছাড়াও এ এলাকার মানুষের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্তর্নিহিত মূল্যবোধ সম্পর্কে এ সাইট থেকে জানা যাবে।

 

ওয়েবসাইটের তথ্য যথাসম্ভব হাল নাগাদ রাখার চেষ্টা করা হবে। আগামী দিনগুলিতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে যাতে এ সাইটটি  এ এলাকার যাবতীয় তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসাবে কাজ করে। আমরা এই সাইটটির গুণগত মান উন্নয়নে সকলের মূল্যবান পরামর্শ এবং উপদেশ আশা করছি।

 

আমি ওয়েবসাইটটিতে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি।

 

অংসুই প্রু চৌধুরী

চেয়ারম্যান

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ