Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পত্র পত্রিকা

                 সাময়িকী পত্র প্রকাশের ৪২ বছর পর ১৯৭৮ খ্রিষ্টাব্দে পার্বত্য চট্টগ্রামের প্রথম সাপ্তাহিক ‘বনভূমি’প্রকাশিত হয়। সে বছর ২৬ মার্চ হতে এ সাপ্তাহিকীটি নিয়মিত ভাবে প্রকাশিত হতে থাকে। রাঙ্গামাটি শহর হতে দ্বিতীয় সাপ্তাহিক ‘সমতা’ প্রকাশিত হয় ১৯৮০ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি। ১৯৮১ খ্রিষ্টাব্দে রামগড় মহকুমা শহর থেকে সাপ্তাহিক ‘পার্বতী’-র তিনটি সংখ্যা প্রকাশিত হয়। রাঙ্গামাটি হতে সাপ্তাহিক ‘রাঙামাটি’ আত্মপ্রকাশ করে ১৯৮৮ খ্রিষ্টাব্দের ১৬মে। রাঙামাটি  ১৯৯৩ খ্রিষ্টাব্দে দৈনিকে উন্নীত হয়। পার্বত্য চট্টগ্রামের প্রথম দৈনিক ‘গিরিদর্পন’১৯৮১ খ্রিষ্টাব্দে বিশেষ সংখ্যা এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে দু’টি সংখ্যা বের হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দ হতে এ দৈনিকটি নিয়মিত প্রকাশিত হচ্ছে।

 

রাঙ্গামাটি পার্বত্যজেলার স্থানীয় পত্র-পত্রিকা

 

পত্রিকার নাম

সম্পাদকের ঠিকানা

 

 

দৈনিক গিরিদর্পণ

জনাব এ, কে, এম, মকছুদ আহমেদ

রিজার্ভ বাজার, রাঙ্গামাটি।

ফোনা- ০৩৫১-৬১৬৩৩,

মোবাইল- ০১৫৫০৬০৯৩৪২, ০১৭১৪৩৮৪১৭

ই-মেইল:pulakctg@gmail.com .

 

 

দৈনিক পার্বত্য বার্তা

প্রতিষ্ঠাতা- শহীদ আবদুল রশীদ

সম্পাদক ও প্রকাশক- মিসেস্ শামীমা রশিদ

১০৭, শহীদ আবদুল রশীদ সড়ক, বনরূপা,

রাঙ্গামাটি।

ফোন- ০৩৫১-৬১৮৬৬

 

 

দৈনিক রাঙ্গামাটি

আনোয়ার আল হক
চেম্বার অব কমার্স ভবন, নীচ তলা,

পুরাতন বাস ষ্টেশন, রাঙামাটি।

ফোন- ০৩৫১-৭৬৩৩৪,

মোবাইল- ০১৯১৩৪৭৮৩৬৭, ০১৫৫০৬০৯৩১১।

ই-মেইল:doinikrgangamati@gmail.com

 

 

পার্বত্যাঞ্চলের প্রথম অনলাইন পত্রিকা
সিএইচটিনিউজ২৪.কম

জনাব এস.এম. শামসুল আলম
প্রধান সম্পাদক
রিজার্ভ বাজার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৫৫০৬০৯৩০৬
ই-মেইল:smshamsul.cht@gmail.com
ওয়েব:www.chtnews24.com