নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা ২২০- ২৭'' ও ২৩০- ৪৪'' উত্তর অক্ষাংশ এবং ৯১০- ৫৬'' ও ৯২০- ৩৩'' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্রগ্রাম ও খাগড়াছড়ি। এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। দেশের এক মাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাক্মা সার্কেল চীফ। চাক্মা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাক্মা সার্কেল চীফ।
এ জেলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ও অ-উপজাতীয় অধিবাসীগণ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কিছু সংখ্যক হিন্দু এবং খ্রীষ্টান ধর্মাবলম্বী। বাঙ্গালীদের অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী।
* জেলার নাম |
: |
রাঙ্গামাটি পার্বত্য জেলা । |
* জেলার পূর্বের নাম |
: |
পার্বত্য চট্টগ্রাম । ( বর্তমানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ) |
* জেলা সৃষ্টির পূর্ব নাম |
: |
কার্পাস মহল । ( ১৭১৫-১৮৬০ ) |
* জেলা সৃষ্টি |
: |
২০ জুন ১৮৬০ খ্রিস্টাব্দ । |
* জেলার আয়তন |
: |
৬১১৬.১৩ বর্গ কিলোমিটার । |
* অবস্থান |
: |
২২০- ২৭'' ও ২৩০- ৪৪'' উত্তর অক্ষাংশ এবং ৯১০- ৫৬'' ও ৯২০- ৩৩'' পূর্ব দ্রাঘিমাংশ । |
* সীমানা |
: |
উত্তরে-ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে-বান্দরবান পার্বত্য জেলা,পূর্বে-ভারতের মিজোরাম, পশ্চিমে-খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা । |
* উপজেলার সংখ্যা |
: |
১০টি |
* থানার সংখ্যা (পুলিশ ষ্টেশন) |
: |
১২টি (কাপ্তাই উপজেলায় ০২টি থানা রয়েছে, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা এবং বাঘাইছড়ি উপজেলায় দুইটি থানা,বাঘাইছড়ি ও সাজেক) )। |
* পৌরসভার সংখ্যা |
: |
০২টি |
* ইউনিয়ন সংখ্যা |
: |
৫০টি |
* সার্কেল |
: |
০২টি (চাকমা সার্কেল ও বোমাং সার্কেলের কিয়দংশ) |
* মৌজার সংখ্যা |
: |
১৫৯টি (তন্মধ্যে ১৪টি বোমাং সার্কেল) |
* হেডম্যান |
: |
১৫৫ জন (এছাড়া চাকমা চীফ ৪টি মৌজার হেডম্যান) |
* কার্বারী |
: |
৯৯৭ জন |
* জেলার সবোর্চ্চ গিরিশৃঙ্গ |
: |
থাং নাং (উচ্চতা- ২৪০৯ ফুট বা ৭৩৪.২৬ মিটার) বরকল উপজেলায় অবস্থিত। |
* জেলার পোষ্ট কোড নম্বর |
: |
৪৫০০ |
* গ্রামের সংখ্যা |
: |
১৩৪৭টি |
* জেলার লোকসংখ্যা |
: |
মোট ৬,২০,২১৪ জন |
* লেকের নাম |
: |
কাপ্তাই লেক (৭২৫ বর্গকিলোমিটার) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস