ডিসি বাংলো সংলগ্ন, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা
রাঙ্গামাটি শহরের যেকোন স্থান থেকে সড়ক পথে
নেজারত ডেপুটি কালেক্টর
রাঙ্গামাটি পার্বত্য জেলা
সড়কপথে রাঙ্গামাটি 'জিরো পয়েন্ট' এখান থেকেই শুরু। কাপ্তাই-হ্রদের বিশালতা দেখতে হলে এখানে আসতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বেকলবেলাই শ্রেয়। কেন্দ্রীয় শহিদ মিনার ও বীরশ্রেষ্ঠ স্মৃতিসৌধের পথ ধরে সোজা ১ কিলোমিটার সামনে গিয়ে এইচ.টি. ইমাম সড়ক হয়ে এ স্থানের দেখা মিলবে। এখানে ছোট্ট একটি পার্ক রয়েছে। এ পার্কের প্রবেশ মুখের বাম পাশে একটি বড় চাপালিশ গাছ আছে। এ গাছের বয়স আনুমানিক তিনশত বছরেরও অধিক। সড়ক বা নৌপথে সহজে ডিসি বাংলো পার্কে আসা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস