রাঙ্গামাটি সদর ও কাপ্তাই উপজেরা থেকে এখানে স্থল ও জলপথে যাওয়া যায়।
ব্যবস্থাপক
রাইন্যা টুগুন ইকো রিসোর্ট
'রাইন্যা' শব্দের অর্থ পুরনো জুম আর 'টুগুন' শব্দের অর্থ চূড়া এই দুই শব্দ মিলেই গঠিত 'রাইন্যা টুগুন'। রাঙ্গামাটি সদর ও কাপ্তাই উপজেলার মাঝামাঝি কামিলাছড়ি নামক স্থানে ৪০ একররও বেশি জায়গা জুড়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে গড়ে তোলা হয়েছে অনিন্দ্যসুন্দর রাইন্যা টুগুন ইকো রিসোর্ট। এটি একটি শিল্পবোধযুক্ত আধুনিক সুবিধাসম্পন্ন পরিপূর্ণ রিসোর্ট। এখানে থাকা-খাওয়া, বিনোদন, অবকাশ যাপন এবং প্রশিক্ষণের চমৎকার পরিবেশ রয়েছে। প্রাকৃতিক সঙ্গী করে লেক তীরবর্তী নির্জন ও নির্মল পরিবেশে গড়ে উঠা রাইন্যা টুগুন ভ্রমণ পিপাসুদের জন্য চমকপ্রদ একটি স্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস