বড়ইছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
যাতায়াত ব্যবস্থাঃ- রাঙ্গামাটি থেকে জল ও স্থল উভয় পথেই কাপ্তাই যাওয়া যায় (সময় লাগে ১ থেকে ২ ঘন্টা)। বাস, মাইক্রো, অটোরিক্সা, ইঞ্জিনচালিত বোটযোগে যাওয়া যায়। চট্টগ্রাম বহদ্দারহাট হতেও বাসযোগে যাওয়া যায়। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি পার হয়ে ওয়াগ্গাছড়া বনশ্রী পর্যটন কমপ্লেক্মে নামতে হবে।
0
বনশ্রী পর্যটন কমপ্লেক্ম আধুনিকমানের একটি পিকনিক স্পট এবং হানিমুন কটেজ। এখানে রয়েছে অত্যন্ত নিবিড় পরিবেশে পিকনিক করার সুব্যবস্থা। একদিকে নয়নাভিরাম কর্ণফুলি নদী অন্যদিকে রয়েছে প্রকৃতির অপরুপ সৃষ্টি পাহাড়ের ছোঁয়া যা এ স্পটকে করেছে অত্যন্ত প্রাণবন্ত। এ পর্যটন কমপ্লেক্মে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি আবাসন কক্ষ ও একটি সাধারণ আবাসন কক্ষ। রয়েছে উন্নতমানের খাওয়ার সুব্যবস্থা। এখানে নিজস্ব প্রশিক্ষিত গাইডের মাধ্যমে রয়েছে নৌকাভ্রমণ, পাহাড়ে চলার ব্যবস্থা।
থাকা-খাওয়ার ব্যবস্থাঃ-কাপ্তাই-এ থাকা ও খাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের রেস্টহাউস ও বেসরকারী পর্যায়ে কিছু আবাসিক হোটেল রয়েছে। এছাড়া রাঙ্গামাটি অবস্থান করেও কাপ্তাইয়ের বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস