বন্দুক ভাংগা ইউনিয়ন
রাংগামাটি জেলা সদর থেকে দেশীয় ইঞ্জিন বোটে খারিক্ষ্যং, ত্রিপুরাছড়া এবং মাচ্চ্যাপাড়া হয়ে প্রায় ৪ ঘন্টা পায়ে হেটে যমচুক এলাকা যাওয়া যায়। যমচুগ এলাকাটি থেকে পুরো বন্দুক ভাংগা এলাকা অবলোকন করা যায়।
0
কাচালং নদীর পাশে প্রাকৃতিক নয়াভিরাম যগচুক পাহাড়। যগচুক বন্দুক ভাংগা ইউনিয়নে সবচেয়ে উচ্চতম পাহাড়। এখানে ১৯৮৮ সালে রাজবন বিহারে দ্বিতীয় বৃহত্তম ভাবনা কেন্দ্র স্থাপন করা হয়। এই ভাবনা কেন্দ্র থেকে অনেক ভিক্ষু ধ্যান সাধনা করে গেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস