Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্থানীয় সরকার শাখা
Citizen Service

প্রদেয় সেবার বিবরণ

সেবার নির্ধারিত মূল্য/বিনামূল্য

সেবা প্রদানের শর্ত

প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা

মন্তব্য

ইউ,পি, সংক্রান্ত সকল কার্যাবলী, জন্ম নিবন্ধন, নারী ও শিশু পাচার, স্যানিটেশন ও জনস্বাস্থ্য, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, এনজিও কার্যক্রম সংক্রান্ত।

বিনামূল্যে

উপজেলা নির্বাহী অফিসারদের প্রত্যয়নপত্র গ্রহণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে।

২৪-৪৮ ঘন্টা

বিধি/বিধান যথাযথভাবে প্রতিপালিত হলে।


Current Project

0


Duties

 

(১) স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয়।

(২) ইউনিয়ন পরিষদের বাজেট অনুমোদন।

(৩) গ্রাম পুলিশ (মহল্লাদার ও দফাদার) নিয়ন্ত্রণ এবং বেতন ভাতা, পোশাক ও সাজসরঞ্জাম প্রদান।

(৪) ইউনিয়ন বিভক্তকরণ প্রজ্ঞাপন জারি ও নব সৃস্ট ইউনিয়নের ভবন তৈরির স্থান নির্বাচন ও সীমানা নির্ধারণ। 

(৫) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেম্বারদের শপথ সংক্রান্ত।

(৬) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেম্বারদের প্রশিক্ষণ ও সম্মেলন সংক্রান্ত।

(৭) চেয়ারম্যান/মেম্বারদের ভাতা সংক্রান্ত।

(৮) ইউনিয়ন পরিষদ সচিবদের নিয়োগ, বদলি, প্রশিক্ষণ, বেতন ভাতা ও বিভাগীয় কার্যক্রম গ্রহণ।

(৯) ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও কার্যক্রম গ্রহণ।

(১০) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব প্রসেস, ফৌজদারি মামলার প্রশাসনিক অনুমোদন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন।

(১১) হস্তান্তরিত হাটবাজার, ফেরিঘাট, খেয়াঘাট নিলাম ও কর আদায়ের রেট নির্ধারণ ।

(১২) শুমারি সংক্রান্ত কাজ।

(১৩) নির্বাচন সংক্রান্ত কাজ।

(১৪) নিজস্ব সংস্থাপন ও বাজেট প্রণয়ন।

(১৫) পৌরসভা/উপজেলা পরিষদ/জেলা পরিষদ সংক্রান্ত কাজ।

(১৬) অডিট আপত্তি নিষ্পত্তি।

(১৭) খোয়াড়ের জন্য রেট নির্ধারণ।

(১৮) বিবিধ।


Contact
উপ-পরিচালকস্থানীয় সরকার শাখাজেলা প্রশাসকের কার্যালয়রাঙ্গামাটি পার্বত্য জেলা।ফোন : ০৩৫১-৬২২০১E-mail: dcrangamati@mopa.gov.bd
Others

0


Image
www.rangamati.gov.bd/dcoffice_section/587c4d6a_2149_11e7_8f57_286ed488c766/DC office kathamo_6.jpg
Acting Officer