Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রেকর্ডরুম শাখা
Citizen Service

 

প্রদেয় সেবার বিবরণ

সেবার নির্ধারিত মূল্য/বিনামূল্য

সেবা প্রদানের শর্ত

প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা

মন্তব্য

খতিয়ানের জাবেদা নকল প্রদান।

সাধারণ ১০/- এবং জরুরী ২০/-

প্রতি ১০০ শব্দের জন্য ০.৫০ টাকা হারে কোর্ট ফি পরিশোধ করতে হবে।

সাধারণ ১৫ দিন, জরুরী ০৩ দিন

আবেদনের পরিমাণ বিবেচনায়

মৌজা ম্যাপ, মামলাসমূহের জাবেদা নকল, অন্যান্য, ডকুমেনেরটর জাবেদা নকল সরবরাহ।

সরকারী কর্তৃক নির্ধারিত ফি


Current Project

0


Duties

 

রেকর্ডরুমে নিম্নবর্ণিত কাজকর্ম সম্পাদিত হয় :

 

০১।  পাবলিক রেকর্ড সংরক্ষণ।

০২।  রেকর্ডপত্রের সার্টিফাইড কপি বা জাবেদা নকল প্রস্তুত ও সরবরাহ।

০৩।  মৌজা ম্যাপ ও অন্যান্য নকশা সংরক্ষণ ও বিক্রয়। 

০৪।  রেকর্ডের শ্রেণিবিন্যাস, বাছাই ও ধ্বংসকরণ। 

০৫।  বিভিন্ন দেওয়ানি, ফৌজদারি ও রাজস্ব আদালতের চাহিদা মোতাবেক মূল রেকর্ড বা তথ্য সরবরাহ।

০৬।  কারেকশন নোটিং।

০৭।  বিবিধ।


Contact
 রেকর্ডরুম ডেপুটি কালেক্টরজেলা প্রশাসকের কার্যালয়রাঙ্গামাটি পার্বত্য জেলা।ফোন: ০৩৫১-৬২০১৬E-mail: dcrangamati@mopa.gov.bd
Others

0


Image
www.rangamati.gov.bd/dcoffice_section/587c5f46_2149_11e7_8f57_286ed488c766/kathamo_1.jpg
Acting Officer