Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জুডিসিয়াল মুন্সিখানা (জেএম)
Details

জেলা প্রশাসকের কার্যালয়ের ফৌজদারী কার্যক্রম সংক্রান্ত কাজসহ জেলা ম্যাজিস্ট্রেটের প্রায় সব কাজ জুডিশিয়াল মুন্সিখানা বা জেএম শাখা থেকে সম্পাদিত হয়। বিধায় এ শাখাট অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Citizen Service

প্রদেয় সেবার নাম

সেবার নির্ধারিত মূল্য/বিনামূল্য

সেবা প্রদানের শর্ত

প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা

মন্তব্য

আগ্নেয়াস্ত্র, পয়জন লাইসেন্স, এসিড ব্যবহার/পরিবহনের লাইসেন্স, সিনেমা হল লাইসেন্স, সিনেমা অপারেটর লাইসেন্স, পত্রিকা প্রকাশনার অনুমতিপত্র, ছাপাখানা স্থাপনের অনুমতিপত্র, নাটক/যাত্রা/মেলা/প্রদর্শনী/সার্কাস/মাইক ব্যবহারের অনুমতিপত্র, উচ্চ আদালত হতে প্রাপ্ত আদেশমতে জামিন সংক্রান্ত।

বন্দুক লাইসেন্স নবায়ন ফি এবং পিস্তল ও অন্যান্য

স্ব স্ব বিষয়ের ক্ষেত্রে সিভিল সার্জন/পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ইউ.এন.ও কর্তৃক তদন্তক্রমে এবং নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে।

তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর

প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে


Current Project

0


Duties

 

০১। আগ্নেয়াস্ত্র লাইসেন্স সংক্রান্ত।

০২। পয়জন লাইসেন্স সংক্রান্ত।

০৩। এসিড ব্যবহার/পরিবহণের লাইসেন্স সংক্রান্ত।

০৪। সিনেমা হল লাইসেন্স সংক্রান্ত।

০৫। সিনেমা অপারেটর লাইসেন্স সংক্রান্ত।

০৬। পত্রিকা প্রকাশনার অনুমতিপত্র।

০৭। ছাপাখানা স্থাপনের অনুমতিপত্র।

০৮। নাটক/যাত্রা/মেলা/প্রদর্শনী/সার্কাস/মাইক ব্যবহারের অনুমতিপত্র সংক্রান্ত।

০৯। উচ্চ আদালত হতে প্রাপ্ত আদেশমতে জামিন সংক্রান্ত।


Contact
জেলা প্রশাসকের কার্যালয়রাঙ্গামাটি পার্বত্য জেলা।ফোন: ০৩৫১-৬৩০২৪E-mail : dcrangamati@mopa.gov.bd
Others

0


Image
www.rangamati.gov.bd/dcoffice_section/587b470b_2149_11e7_8f57_286ed488c766/kathamo_4.jpg
Acting Officer