প্রদেয় সেবার বিবরণ |
সেবার নির্ধারিত মূল্য/ বিনামূল্য |
সেবা প্রদানের শর্ত |
প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা |
মন্তব্য |
রাষ্ট্রীয় প্রটোকল : ভিআইপিদের আবাসন, যানবাহন, আপ্যায়ন, নিরাপত্তা, প্রটোকল সংক্রান্ত সেবা প্রদান।
|
বিনামূল্যে |
১। ৪র্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরি এবং বেতন-ভাতাদি ও বিভিন্ন বিল পরিশোধ ইত্যাদির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধানসমূহ অনুসরণ করা হয়।
২। বিদেশী নাগরিক/ পর্যটকদের রাঙ্গামাটি জেলা ভ্রমরে ক্ষেত্রে ৭২ (বাহাত্তর) ঘন্টা পূর্বে ভ্রমণকারীর পাসপোর্ট ও ভিসার ছায়ালিপিসহ ভ্রমণ সংক্রান্ত তথ্যাদি (স্থান, তারিখ, সময়কাল ইত্যাদি) জেলা প্রশাসককে অবহিত করতে হবে। |
তাৎক্ষণিক |
বিধি/বিধান যথাযথ প্রতিপালিত হলে। |
যানবাহন রিকুইজিশন: জরুরি ও সরকারি প্রয়োজনে যানবাহন রিকুইজিশন করা।
|
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
||
সার্কিট হাউজ ব্যবস্থাপনা: জেলায় বিভিন্ন কাজে আগত অতিথিদের জন্য প্রাধিকারের ভিত্তিতে সার্কিট হাউসে আবাসনের ব্যবস্থা করা।
|
সরকারি কর্মকর্তাদের জন্য রুম ভাড়া বেসরকারী কর্মকর্তাদের জন্য রুম ভাড়া |
নির্ধারিত সময় ০৩ দিন |
||
অফিস ভবন, আসবাবপত্র, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত। |
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
0
নেজারত শাখা জেলা প্রশাসনের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা। এ শাখার কার্যক্রমের ওপর জেলা প্রশাসনের ভাবমূর্তি অনেকখানি নির্ভর করে। নেজারত আরবি শব্দ যা ফারসি ও উর্দু ভাষায় ব্যবহৃত হয়। নেজারত অর্থ নজরদারির সংস্থা। জেলা প্রশাসনকে সচল রাখার জন্য যাবতীয় লজিস্টিক সাপোর্ট বা সেবা উপকরণ ও সেবামূলক কার্যাবলি তত্ত্বাবধান করা নেজারত শাখার কাজের অন্তর্ভূক্ত।
ক্রমিক নং | বিবরণ |
১ | রাষ্ট্রীয় প্রটোকল : ভিআইপিদের আবাসন, যানবাহন, আপ্যায়ন, নিরাপত্তা, প্রটোকল সংক্রান্ত সেবা প্রদান। |
২ | যানবাহন রিকুইজশিজন: জরুরি ও সরকারি প্রয়োজনে যানবাহন রিকুইজিশন করা। |
৩ | সাকির্ট হাউজ ব্যবস্থাপনা: জেলায় বিভিন্ন কাজে আগত অতিথিদের জন্য প্রাধিকারের ভিত্তিতে সার্কিট হাউসে আবাসনের ব্যবস্থা করা। |
৪ | অফিস ভবন, আসবাবপত্র, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত। |
৫ | ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জনপ্রশাসন সংক্রান্ত কাজ। |
৬ | বিদেশী নাগরিক/পযর্টকদের রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণের অনুমতি সংক্রান্ত। |
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS