Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নেজারত শাখা
Citizen Service

প্রদেয় সেবার বিবরণ

সেবার নির্ধারিত মূল্য/ বিনামূল্য

সেবা প্রদানের শর্ত

প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা

মন্তব্য

রাষ্ট্রীয় প্রটোকল :

ভিআইপিদের আবাসন, যানবাহন, আপ্যায়ন, নিরাপত্তা, প্রটোকল সংক্রান্ত সেবা প্রদান।

 

বিনামূল্যে

১। ৪র্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরি এবং বেতন-ভাতাদি ও বিভিন্ন বিল পরিশোধ ইত্যাদির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধানসমূহ অনুসরণ করা হয়।

 

২। বিদেশী নাগরিক/ পর্যটকদের রাঙ্গামাটি জেলা ভ্রমরে ক্ষেত্রে ৭২ (বাহাত্তর) ঘন্টা পূর্বে ভ্রমণকারীর পাসপোর্ট ও ভিসার ছায়ালিপিসহ ভ্রমণ সংক্রান্ত তথ্যাদি (স্থান, তারিখ, সময়কাল ইত্যাদি) জেলা প্রশাসককে অবহিত করতে হবে।

তাৎক্ষণিক

বিধি/বিধান যথাযথ প্রতিপালিত হলে।

যানবাহন রিকুইজিশন:

 জরুরি ও সরকারি প্রয়োজনে যানবাহন রিকুইজিশন করা।

 

বিনামূল্যে

তাৎক্ষণিক

সার্কিট হাউজ ব্যবস্থাপনা:

জেলায় বিভিন্ন কাজে আগত অতিথিদের জন্য প্রাধিকারের ভিত্তিতে সার্কিট হাউসে আবাসনের ব্যবস্থা করা।

 

সরকারি কর্মকর্তাদের জন্য রুম ভাড়া বেসরকারী কর্মকর্তাদের জন্য রুম ভাড়া

নির্ধারিত সময় ০৩ দিন

অফিস ভবন, আসবাবপত্র, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত।

বিনামূল্যে

তাৎক্ষণিক


Current Project

0


Duties

 

নেজারত শাখা জেলা প্রশাসনের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা। এ শাখার কার্যক্রমের ওপর জেলা প্রশাসনের ভাবমূর্তি অনেকখানি নির্ভর করে। নেজারত আরবি শব্দ যা ফারসি ও উর্দু ভাষায় ব্যবহৃত হয়। নেজারত অর্থ নজরদারির সংস্থা। জেলা প্রশাসনকে সচল রাখার জন্য যাবতীয় লজিস্টিক সাপোর্ট বা সেবা উপকরণ ও সেবামূলক কার্যাবলি তত্ত্বাবধান করা নেজারত শাখার কাজের অন্তর্ভূক্ত।

 

 

ক্রমিক নং বিবরণ
রাষ্ট্রীয় প্রটোকল : ভিআইপিদের আবাসন, যানবাহন, আপ্যায়ন, নিরাপত্তা, প্রটোকল সংক্রান্ত সেবা প্রদান।
যানবাহন রিকুইজশিজন: জরুরি ও সরকারি প্রয়োজনে যানবাহন রিকুইজিশন করা।
সাকির্ট হাউজ ব্যবস্থাপনা: জেলায় বিভিন্ন কাজে আগত অতিথিদের জন্য প্রাধিকারের ভিত্তিতে সার্কিট হাউসে আবাসনের ব্যবস্থা করা।
অফিস ভবন, আসবাবপত্র, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত।
৪র্থ শ্রেণীর কর্মচারীদের জনপ্রশাসন সংক্রান্ত কাজ।
বিদেশী নাগরিক/পযর্টকদের রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণের অনুমতি সংক্রান্ত।

Contact
নেজারত ডেপুটি কালেক্টরজেলা প্রশাসকের কার্যালয়রাঙ্গামাটি পার্বত্য জেলা।ফোন: ০৩৫১-৬২৩০৪ই-মেইল: dcrangamati@mopa.gov.bd
Others

0


Image
www.rangamati.gov.bd/dcoffice_section/587b4bc2_2149_11e7_8f57_286ed488c766/kathamo_5.jpg
Acting Officer