Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সংস্থাপন শাখা
Citizen Service

ক্রম: নং

প্রদেয় সেবার বিবরণ

সেবার নির্ধারিত মূল্য/ বিনামূল্যে

সেবা প্রদানের শর্ত

প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা

মন্তব্য

০১

কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসন : জেলা ও উপজেলা সাধারণ প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নত, বদলি, কল্যাণ, বেতন ও পেনশন, ছুটিসহ যাবতীয় প্রশাসনক সেবা প্রদান।

বিনামূল্যে

কর্মকর্তা/কর্মচারীদের আবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রৈ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ ও মতামত প্রয়োজন।

প্রয়োজন অনুসারে অনতিবিলম্বে দাপ্তরিক কার্যক্রম গ্রহণ করা হয়।

বিধি/বিধান যথাযথ প্রতিপালিত

হলে।


Current Project

0


Duties

 

০১।  কর্মকর্তা ও তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংস্থাপন।

০২।  অফিস ব্যবস্থাপনা।

০৩। স্টাফ মিটিং।

০৪।  কর্মচারী হাজিরা নিশ্চিতকরণ।

০৫। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের চাকরি বহ ও এসিআর সংরক্ষণ ও গ্রেডেশন তালিকা প্রণয়ন।

০৬। বার্ষিক বাজেট প্রণয়ন, সংগ্রহ ও বন্টন এবং হিসাব সংরক্ষণ।

০৭। কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও বিদেশে ভ্রমণ সংক্রান্ত কাজ।

০৮। কনসাইনমেন্ট তদারকি।

০৯। কর্মচারী কল্যাণ সংক্রান্ত কাজ।


Contact
 প্রশাসনিক কর্মকর্তাজেলা প্রশাসকের কার্যালয়রাঙ্গামাটি পার্বত্য জেলা।ফোন : ০৩৫১-৬৩০৬৭E-mail: dcrangamati@mopa.gov.bd
Others

0


Image
www.rangamati.gov.bd/dcoffice_section/587c07f8_2149_11e7_8f57_286ed488c766/DC office kathamo_3.jpg
Acting Officer