ক্রম: নং |
প্রদেয় সেবার বিবরণ |
সেবার নির্ধারিত মূল্য/ বিনামূল্যে |
সেবা প্রদানের শর্ত |
প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা |
মন্তব্য |
০১ |
কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসন : জেলা ও উপজেলা সাধারণ প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নত, বদলি, কল্যাণ, বেতন ও পেনশন, ছুটিসহ যাবতীয় প্রশাসনক সেবা প্রদান। |
বিনামূল্যে |
কর্মকর্তা/কর্মচারীদের আবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রৈ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ ও মতামত প্রয়োজন। |
প্রয়োজন অনুসারে অনতিবিলম্বে দাপ্তরিক কার্যক্রম গ্রহণ করা হয়। |
বিধি/বিধান যথাযথ প্রতিপালিত হলে। |
0
০১। কর্মকর্তা ও তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংস্থাপন।
০২। অফিস ব্যবস্থাপনা।
০৩। স্টাফ মিটিং।
০৪। কর্মচারী হাজিরা নিশ্চিতকরণ।
০৫। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের চাকরি বহ ও এসিআর সংরক্ষণ ও গ্রেডেশন তালিকা প্রণয়ন।
০৬। বার্ষিক বাজেট প্রণয়ন, সংগ্রহ ও বন্টন এবং হিসাব সংরক্ষণ।
০৭। কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও বিদেশে ভ্রমণ সংক্রান্ত কাজ।
০৮। কনসাইনমেন্ট তদারকি।
০৯। কর্মচারী কল্যাণ সংক্রান্ত কাজ।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS