Title
Niladri Resor and Shishu Park
Transportation
রাঙ্গামাটি সদর হতে নৌপথে যাতায়াত করতে হভে।
Details
উপজেলা পরিষদ সংলগ্ন পাশাপাশি বিচ্ছিন্ন দুইটি পাহাড়ে তৈরি করা হয়েছে নীলাদ্রি রিসোর্ট ও শিশুপার্ক। রঙিন পার্কিং টাইলসে সাজানো পাহাড়ে উঠার সিড়িতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সিঁড়ির শেষ প্রান্তে ডানে অভ্যর্থনা গৃহটি শ্বেত শুভ্র ও হলুদ রঙে রঙিন। সামনে একটি শিশুপার্ক। শিশুপার্কটিতে শিশুদের বিনোদনের বিভিন্ন উপকরণ রয়েছে। বিচ্ছিন্ন দুটি পাহাড়ের সেতু বন্ধনে দৃষ্টি নন্দন ঝুলন্ত ব্রীজ তৈরি করা হয়েছে। নীলাদ্রির মূল অংশে আছে একটি সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ার থেকে চারপাশে তাকালে ছোট বড় অসংখ্য উচু নিচু পাহাড় দেখা যায়।