Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ত্রাণ ও পুনর্বাসন শাখা
নাগরিক সেবা

প্রদেয় সেবার বিবরণ

সেবার নির্ধারিত মূল্য/বিনামূল্য

সেবা গ্রহণকারীর শর্ত

প্রদত্ত সেবার সর্বোচ্চ সীমা

মত্মব্য

* ত্রাণ ও পুনর্বাসনঃ জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগকালীন ত্রাণ ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম

     গ্রহণ।

বিনামূল্যে

 

 

 

 

স্থানীয় মাননীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার যেমন-ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং স্থানীয় নির্বাচিত জন প্রতিনিধির সুপারিশের মাধ্যমে।

দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী

মজুদ এবং বিধিসম্মত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে।

তাৎক্ষণিক

* ভিজিডি/ভিজিএফ/কাবিখা কার্যক্রমঃ জেলা ও উপজেলা পর্যায়ের ভিজিডি/ভিজিএফ/কাবিখা/টি.

      আর সংক্রামত্ম কার্যক্রম সম্পাদন।

বিনামূল্যে

প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে

* গ্রামীণ অবকাঠামোঃ গ্রামীণ অবকাঠামোগত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পাদন।

বিনামূল্যে

তাৎক্ষণিক

 

* দুঃস্থদের সহায়তাঃ এ জেলার দুঃস্থ ও শিশুদের সহায়তা কার্যক্রম গ্রহণ।

বিনামূল্যে

তাৎক্ষণিক

 

* ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তাঃ জেলা ও উপজেলা পর্যায়ের ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নের লক্ষে আর্থিক সহায়তা প্রদান।

বিনামূল্যে

দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী

 


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

 

ত্রাণ ও পুনর্বাসনঃ জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগকালীন ত্রাণ ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম গ্রহণ।  
ভিজিডি/ভিজিএফ/কাবিখা কার্যক্রমঃ জেলা ও উপজেলা পর্যায়ের ভিজিডি/ভিজিএফ/কাবিখা/টি. আর সংক্রান্ত কার্যক্রম   সম্পাদন।  
গ্রামীণ অবকাঠামোঃ গ্রামীণ অবকাঠামোগত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পাদন।  
দুঃস্থদের সহায়তাঃ এ জেলার দুঃস্থ ও শিশুদের সহায়তা কার্যক্রম গ্রহণ।  
ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তাঃ জেলা ও উপজেলা পর্যায়ের ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নের লক্ষে আর্থিক সহায়তা প্রদান।  

যোগাযোগ
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা। ফোন: ০৩৫১-৬৩০৯২ E-mail: dcrangamati.gov.bd
ছবি
www.rangamati.gov.bd/dcoffice_section/587b6309_2149_11e7_8f57_286ed488c766/kathamo_9.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা